শুভেন্দু পর্ব শেষ হবার আগেই শুরু রাজীব পর্ব : মহানগরে কাজের মানুষের পোষ্টার ঘিরে নয়া জল্পনা

6th December 2020 1:31 pm কলকাতা
শুভেন্দু পর্ব শেষ হবার আগেই শুরু রাজীব পর্ব : মহানগরে কাজের মানুষের পোষ্টার ঘিরে নয়া জল্পনা


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : শুভেন্দু অধিকারী পর্ব মিটতে না মিটতেই এবার শুরু হল রাজীব ব‍্যানার্জী পর্ব । রবিবাসরীয় সকালে মহানগরের বিভিন্ন জায়গায় বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর ছবি সহ স্লোগান লেখা পোষ্টার ঘিরে শুরু হল নয়া জল্পনা । রাজ‍্য রাজনীতিতে এই মুহুর্তে দুই তরুন তৃণমূল নেতাকে নিয়ে আলোড়ন । এতদিন অবধি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে নিয়েই চর্চা চলছিল । এবার যুক্ত হলেন আর এক তরুণ নেতা রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় । কলকাতার শ‍্যামবাজার , শোভাবাজার , কাঁকুরগাছি , উল্টোডাঙা সহ উত্তর কলকাতা জুড়ে বহু জায়গায় পড়লো রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর পোষ্টার । কোথাও লেখা " সত‍্যতার প্রতীক " কোথাও লেখা " ছাত্র যুবর নয়নের মনি " কোথাও লেখা " কাছের মানুষ কাজের মানুষ " ! শুভেন্দু অধিকারীর পোষ্টার ছিল আমরা দাদার অনুগামীদের । রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর পোষ্টারের নীচে অবশ‍্য লেখা রয়েছে উত্তর কলকাতা উন্নয়ন পরিষদ । রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন এই রবিবাসরীয় ঘটনাকে ঘিরে । তবে কি আর এক বিদ্রোহী শাসক শিবিরে ? উঠছে প্রশ্ন । গতকালকেই বেহালা হরিদেবপুর এলাকায় অরাজনৈতিক মঞ্চ থেকে বেসুরো কথা বলেছিলেন বনমন্ত্রী । " স্তাবকরাই এখন সামনের সারিতে । যোগ‍্যতার সাথে যারা কাজ করছে তারা কোনো মর্যাদা পাচ্ছে না " ।এমন কথার পরেই কোথায় যেন সুর কেটে যাওয়ার ছন্দ বলে রাজনৈতিক মহলের অনুমান । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।